প্রফেশনাল ফেসবুক পেজ খোলার নিয়ম

 আপনি কি প্রফেশনাল ফেসবুক পেজ খোলার নিয়ম সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। বর্তমান সময়ে অনলাইন ব্যবসা করার জন্য ফেসবুক পেজ সকলের কাছে খুবই পরিচিতি একটি প্ল্যাটফর্ম।

প্রফেশনাল-ফেসবুক-পেজ-খোলার-নিয়ম
ফেসবুক পেজে আপনি ঘরে বসে বিভিন্ন ধরনের ব্যবসা-বাণিজ্য ও বিনোদন থেকে শুরু করে সবকিছু করতে পারবেন।প্রফেশনাল ফেসবুক পেজ খোলার নিয়ম ও পেজ খুলতে কি কি প্রয়োজন সে সম্পর্কে জানতে অবশ্যই সম্পূর্ণ পোস্টটি পড়ুন।

পেজ সুচিপত্রঃ প্রোফেশনাল ফেসবুক পেজ খোলার নিয়ম 

সারা বিশ্বে ফেসবুক একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ফেসবুক ব্যবহার করে বিভিন্ন অ্যাডভাটাইজমেন্ট দেখিয়ে ইনকাম করা যায়। professional facebook page ব্যতীত ফেসবুকের বিভিন্ন ফিউচার যেমন ফেসবুক এড ম্যানেজমেন্ট, কাস্টমার ম্যানেজমেন্ট, এনালাইটি,  পেজ রোল ম্যানেজমেন্ট ইত্যাদি ব্যবহার করতে পারবেন না। তাই ফেসবুকে বিজনেস করার জন্য প্রফেশনাল পেজ থাকা খুবই প্রয়োজনীয় চলন তাহলে প্রফেশনাল ফেসবুক পেজ খোলার নিয়ম সম্পর্কে জানা যাক। 

আরো পড়ুনঃ অলাইন ইনকাম করার উপায়

  • প্রফেশনাল ফেসবুক পেজ খোলার জন্য যা যা প্রয়োজন 
  • মোবাইল অথবা ডেক্সটপ ডিভাইস 
  • পেজ খোলার জন্য অবশ্যই ফেসবুকে আইডি থাকতে হবে 
  • ইন্টারনেট সংযোগ 
  • ফেসবুক লাইট অ্যাপ 

মোবাইল দিয়ে প্রফেশনাল ফেসবুক পেজ খোলার নিয়ম 

প্রফেশনাল ফেসবুক পেজ খোলার আসলেই অনেক সহজ তারপরেও অনেকেই মনে প্রশ্ন থাকে কিভাবে ফেসবুক পেজ খুলতে হয় সহজে প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে নিছের নাম ধাপ গুলো লক্ষ্য করুন।

প্রফেশনাল-ফেসবুক-পেজ-খোলার-নিয়ম

প্রথম ধাপ 

ফেসবুক পেজ খোলার জন্য প্রথমে আপনাকে ফেসবুক আইডিতে লগইন করতে হবে।ফেসবুক আইডিতে লগইন করার পরে ডান পাশে থ্রি ডট মেনু দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন নিচের ছবিটি লক্ষ্য করুন 

দ্বিতীয় ধাপ 

মেনুতে ক্লিক করার পরে নিচের অনেকগুলো অপশন দেখা যাবে সেখানে থেকে পেজ অপশন ক্লিক করুন 

তৃতীয় ধাপ 

পেজ অপশনে ক্লিক করার আপনি আপনার পূর্ববর্তী পেজগুলো দেখতে পাবেন। যদি আপনি পূর্বে কোন ফেসবুক পেজ না করলেন তাহলে নতুন করে পেজ তৈরি করতে create বাটন ক্লিক করুন 

চতুর্থ ধাপ 

create বাটনে ক্লিক করার পরে একটি পেজ ওপেন হবে। সেই পেজের নিচের দিকে Get started নামের একটা অপশন দেখা যাবে সেখানে ক্লিক করুন 

পঞ্চম ধাপ 

 এরকম একটি লেখা দেখতে পাবেন। এতে বলা হয়েছে আপনি আপনার পেজের নাম দিন।এই লেখার নিচে একটি বক্স দেখতে পাবেন সেখানে আপনার পছন্দের মত একটি নাম দিন। বাংলা বা ইংরেজি যে কোন ভাষায় পেজের নাম দিতে পারবেন।নাম দেওয়ার পরে নিচে next  বাটন ক্লিক করুন।

   

ষষ্ঠধাপ 

next বাটনে ক্লিক করার পরে আপনার পেজের ধরন নির্ধারণ করতে বলা হয় which category best describes this page? এরকম একটি লেখা আসবে এবং এর নিচে একটি বক্স থাকবে।বক্সে ক্লিক করে ক্যাটাগরি  সিলেক্ট করুন। ক্যাটাগরি সিলেক্ট করা হলে নিচে next বাটন ক্লিক করুন। 

যেহেতু আমরা ব্যবসায়িক পেজ বানাবো তাই বিজনেস অর ব্যান্ড সিলেক্ট করে গেট ডিস্টার্ব বাটনে ক্লিক করুন এরপরে আপনার ব্যবসার নাম দিতে হবে যাতে ইউজারগনের সার্চ করে আপনার পেজটি খুঁজে পাই। 
এর নিচে ক্যাটাগরি দেওয়ার অপশন আছে এখানে একটা বা দুইটা ওয়ার্ড টাইপ করলেই অনেক অনেক ক্যাটাগরির সাজেশন দেখাবে সেখান থেকে আপনার ব্যবসাটা যে কাটা গাড়িতে পড়ে সেটা সিলেট করতে হবে পরে আরো ক্যাটাগরি যোগ করা যায় কিন্তু পেজ বানানোর শুরুতে একটা দেওয়ার সুযোগ থাকে

ক্যাটাগরি সিলেট করার পরে আরো কিছু তথ্য যাবে সেখানে ঠিকানা মোবাইল নাম্বার এখান থেকে আপনি অপশন পছন্দ করতে পারবেন আপনি আপনার পেজটা সর্বসাধারণকে দেখাবেন নাকি শুধু আপনার শহরকেই দেখাবেন
ফেসবুকের নিয়ম-কানুন মেনে চলবেন কিনা সেটা বক্সের ঠিক দিয়ে কন্টেন এ ক্লিক করবেন উপরের পিকচার দেখলেই বুঝতে পারবেন

সপ্তম ধাপ 

এরপর do you want to add an address? এরকম একটি লেখা আসবে সেখানে বলা আছে যে আপনি আপনার ওয়েবসাইট এড্রেস দিন।আপনার যদি কোন ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে next  বাটনে ক্লিক করে স্কিপ করতে পারেন।

অষ্টম ধাপ 

এরপর আপনাকে আপনার পেজের কভার ফটো ও প্রোফাইল পিকচার সিলেট করতে হবে। পছন্দ মত কভার ফটো ও প্রোফাইল পিকচার আপলোড করার পর Done বাটনে ক্লিক করুন।

এখানে আপনার পেজের প্রোফাইল পিকচার এবং কভার ফটো অ্যাড করতে হবে এই ক্ষেত্রে আপনাকে দক্ষতার পরিচয় দিতে হবে কারণ আপনার পেজের প্রথম ইমপ্রেশন হলো আপনার প্রোফাইল পিকচার এবং কভার ফটো যখন কেউ আপনার পেজে আসবে তখন যাতে প্রোফাইল পিকচার এবং কভার ফটো দেখে যাতে আপনার ব্যবসা এবং ব্যান্ড সম্পর্কে অবগত হতে পারে প্রোফাইল পিকচার ব্যবসায়িক লোগো ছবি ব্যবহার করাই উত্তম যদি লোগো বানানো থাকে আপনার পেজের প্রোফাইল পিকচার কম্পিউটার স্ক্রিনে ১৭০ পিক্সেল এবং মোবাইল স্ক্রিনে ১২৮ পিক্সেল দেখা যাবে তাই এখানে এমন ছবি দেওয়া যাবে না যেটা দেখে আপনার পেজ ভিজিটরগণ বিরক্ত হয় বা বুঝতে না পারে 

কভার ফটো এটি আপনার ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ কারণ এখানে আপনার ব্যবসা বা ব্যান্ডের সারাংশ প্রকাশ করবে কভার ফটো কম্পিউটার স্কিনে 820 বাই ৩১২ পিক্সেল এবং মোবাইল স্ক্রিনে 640 বাই ৩৬০ পিক্সেল দেখাবে তবে সুপারিশকৃত সাইজ হলো ৭২০ বাই ৩১৫ পিক্সেল প্রোফাইল পিকচার এবং কভার ফটো এড করলে প্রাথমিকভাবে আপনার একটি ফেসবুক পেজ বানানো হয়ে গেল কিন্তু ভয়ের কিছু নাই এক্ষুনি আপনার পেজটা সবাই দেখতে পাবে আরো কিছু কাজ সম্পন্ন করার পর দেশটি সবার জন্য উন্মুক্ত করা যাবে।

প্রফেশনাল ফেসবুক পেজ দেখতে কেমন হবে 

উপরোক্ত প্রফেশনাল ফেসবুক পেজ খোলার নিয়ম সঠিকভাবে পালন করে পেজ খোলা হলে নিম্নের ছবির মত আপনার নতুন পেজটি দেখা যাবে 

বৃষ্টি দেখতে ফেসবুক প্রোফাইল এর মত হলেও এখানে বেশি ফিউচার ব্যবহার করতে পারবেন।প্রফেশনাল ফেসবুক পেজে অনেক অপশন রয়েছে যেমন offer promote, address, service, reviews ইত্যাদি।এ সকল ফিউচার ব্যবহার করে আপনি সুন্দর একটি প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করতে পারবেন।

এই পেজের মাধ্যমে আপনি বিভিন্ন বিজনেস করতে পারবেন। তাছাড়া ব্লগ বানিয়ে এড দেখিয়ে আপনি মাসে বছর টাকা ইনকাম করতে পারবেন কিন্তু ফেসবুকের প্রাইভেসি পলিসি মেনে সকল কাজ করতে হবে পলিসি না মেনে কাজ করলে আপনার পেজকে ব্যান্ড করে দিতে পারে।সে ক্ষেত্রে আপনি ওই ফেসবুক প্রোফাইল দিয়ে আর কোন পেজ খুলতে পারবেন না।

প্রফেশনাল-ফেসবুক-পেজ-খোলার-নিয়ম

ফেসবুক পেজে ব্যবসা বিস্তারিত লেখা

এরপরে গুরুত্বপূর্ণ কাজ হল পেজের বিস্তারিত তথ্য এড করা edit passinfo পেয়ে গেলে অনেকগুলো অংশ পাবেন এইগুলো সুন্দর করে অ্যাড করতে হবে এখানে পাবেন প্রথম Descruption এখানে ২৫৫ অক্ষরের ছোট একটি বর্ণনা দিতে পারবেন এরপরে পারবেন Categories এখানে আগে এড করা ক্যাটাগরি সহ আরো কিছু আপনার ব্যবসার সাথে যায় এমন এড করতে পারবেন এরপরে পারবেন Contact এখানে মোবাইল নাম্বার ওয়েবসাইট এবং ইমেইল এড করতে পারবেন এরপরে পাবেন Location এখানে আপনার ব্যবসায়িক ঠিকানা এড করতে পারবেন গুগল ম্যাপ সহ এরপরে Hours এখানে আপনার অফিস কবে কত ঘন্টা খোলা থাকবে সেটা এড করতে পারবেন

  • About এ ক্লিক করলে ডানের দিকে our story অপশন পাবেন এখানে গিয়ে ওপরে আপনার বিজনেসের সাথে মিল রেখে একটা ছবি দিবেন এরপরে টাইটেল দিবেন এরপরে আপনার ব্যবসার বিস্তারিত লিখে তারপরে পাবলিশ করবেন
  • এখন সেটিং এ অপশনে গিয়ে পেজ ওয়ান পাবলিশ থেকে পাবলিশ করে দেন এবং বন্ধুদের আমন্ত্রণ জানান

ফেসবুক পেজ থেকে যেভাবে আয় করবেন 

  • ফেসবুক চোখ বুলালেই হাজার পেজের ভিড়ে আমাদের চোখ ধাঁধায়। মানসম্মত কনটেন্ট সহ একটি ফেসবুক পেজ কিন্তু সহজেই কম বেশি অনেকেই নিউজ পিডেই প্রাধান্য পাবে। 
  • একটি ফেসবুক পেজ মূল অংশ হলো কনটেন্ট বা বিষয়বস্তু। ফেসবুক ইউজারদের এই বিশাল সংখ্যার কাছে আপনার পেজের গ্রহণযোগ্যতা নির্ভর করে কন্টেনের উপরে। মানসম্মত ও সুন্দরভাবে বর্ণিত যে কোন কনটেন্ট ভালো ইউজারদের মাঝে সাড়া জাগাতে অনেকটাই সহায়ক।কনটেন্ট তৈরি থেকে শুরু করে পরবর্তী বেশ কিছু পদক্ষেপ অবলম্বন করতে হবে 
  • আপনার পেজের জন্য একটি নির্দিষ্ট ওয়েবসাইট তৈরি করু।  ফেসবুক পেজের পাশাপাশি একটি ওয়েবসাইট থাকা কিন্তু বেশ কাজের। আপনার কন্টেন বিষাদ বর্ণনা থাকবে এসব ওয়েবসাইটে। 
  • ফেসবুক পেজে নিয়মিত নিত্যনতুন কনটেন্ট হালনাগাদ করা অনেক জরুরী। বেশি বেশি কনটেন্ট আপলোড করলে আপনার পেজ প্রতিনিয়তই নতুন নতুন মানুষের চোখে পড়বে লাইক কমেন্ট শেয়ার পরিমাণে বাড়তে থাকবে দুটোই। 
  • ফেসবুক থেকে আই এর ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে আপনার শেয়ার করা কন্টেন যেন অন্য কোন আর্টিকেলের সাথে সাদিষ্ঠ পণ্য না হয়।  কেননা অনেক ফেসবুক পেজের নিজস্ব কপিরাইট থাকে। অনেক অনেক ক্ষেত্রে রিপোর্ট করার মাধ্যমেও আর্টিকেল চুরির বিষয়টা চোখের সামনে চলে আসে। কন্টেন্ট হুবহু প্রমাণিত হলে ফেসবুক কর্তৃপক্ষ সে সব পোস্ট তৎক্ষণিক সরিয়ে দেয়।

লেখকদের শেষ কথা 

আশা করি প্রফেশনাল ফেসবুক পেজ খোলার নিয়ম সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের আশেপাশে যারা ফেসবুক পেজ মাধ্যমে বিজনেস বা ইনকাম করতে চায় তাদেরকেও এই পোস্টটি শেয়ার করে প্রফেশনাল ফেসবুক পেজ খোলার নিয়ম সম্পর্কে ধারণা দিবেন। আর্টিকেলটির মাধ্যমে আপনি কতটুকু উপকৃত হয়েছেন তা কমেন্টের মাধ্যমে জানাবেন। পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

পপুলার ড্রিম আইটি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url